
বান্দরবানের বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) এক বিশেষ অভিযানে ৭ একর পপিক্ষেত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই পপিক্ষেত ধ্বংস করে।
বিজিবি জানায়, থানচি উপজেলার আমইপাড়া এলাকায় বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নির্দেশনায় সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুর্গম পাহাড়ের ৪টি টিলায় ৭ একর পপিক্ষেত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়। বিজিবি আরও জানায়, ধ্বংস করা পপির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
এসব তথ্য নিশ্চিত করে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, দুর্গম পার্বত্য এলাকায় মাদক উৎপাদন ও চোরাচালান নির্মূলে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*