
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম সেনা জোন কর্তৃক দুর্গম এলাকায় গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১০টায় আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়ন সেনাবাহিনীর ৩১ বীরের মেডিকেল অফিসার উপস্থিত থেকে উক্ত চিকিৎসা সহায়তা প্রদান করেন। এসময় শতাধিক পাহাড়ী অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এই বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে আগত উপজাতি ও বাঙালিরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করা হবে। আলীকদম জোন প্রতিষ্ঠালগ্ন থেকে অর্ধ শত বছর যাবৎ সেনাবাহিনী অপারেশনাল এক্টিভিটি ছাড়াও জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করছেন।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*