মাটিরাঙ্গায় ২৩ বি‌জি‌বি যা‌মিনীপাড়া জোন কর্তৃক আর্থিক অনুদান প্রদান

0
51

 

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায়
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩ বি‌জি‌বি যা‌মিনীপাড়া জোন কর্তৃক এলাকার দুস্থ ও অসহায়
ব্যক্তিদের আর্থিক অনুদান, বেডসোর রোগীকে ড্রেসিংয়ের প্রয়োজনীয় সামগ্রী, বিছানাসহ ফলমূল
ও খে‌লোয়াড়দের মা‌ঝে খেলাধুলা সামগ্রী বাবদ আ‌র্থিক অনুদান প্রদান ক‌রে‌ছে।

গত বুধবার (১ মার্চ) যা‌মিনীপাড়া জোন কমান্ডার উপস্থিত
থেকে এসব সামগ্রী ও নগদ অর্থ সকলের মাঝে বিতরণ করেছেন।

যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) আওতা‌ধীন ডাকবাংলা এলাকার বেডসোর
রোগী মো. মাক্কু মিয়া (৬৫) কে ১টি বিছানাসহ ড্রেসিং এর প্রয়োজনীয় সামগ্রী এবং বিভিন্ন
প্রকার ফল (আঙ্গুর ও কমলা) প্রদান করা হ‌য়ে‌ছে। এছাড়াও যামিনীপাড়া জোন ফুটবল একাদশের
খেলোয়াড়দের খেলার বুট ও ২০ জোড়া মোজা, ২ সেট ট্র্যাকস্যুট, ১৮ সেট জার্সি, ১৮ সেট হাফ
প্যান্ট, ৩ জোড়া কেডস দেয়া হয়।

অপরদিকে মোল্লা বাজার এলাকার স্থানীয় জনসাধারণ ও যুবকদের
খেলাধূলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট প্রদান
করে খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া হয়েছে ও গ্রীণ হিল কলেজের মানবিক বিভাগে জিপিএ ৫ পাওয়া
পিতৃহারা মোছাঃ শাহিনা আক্তারকে লেখাপড়ার খরচ ও শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ
১৫ হাজার টাকাসহ সর্বমোট ৭১হাজার ৪শত টাকা প্রদান করা হ‌য়।

জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি
ও উন্নয়নে কাজ করছে যাচ্ছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের
পক্ষ থেকে সাধ্যমত শিক্ষা সামগ্রী, খেলাধুলা সামগ্রী এবং নগদ আর্থিক অনুদান প্রদান
করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here