অদ্য ৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বালাছড়ির বিভিন্ন এলাকার পাহাড়ি এবং বাঙালি লোকজনদের বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরণ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
বিলাইছড়িতে বিএসএস ক্যাপ্টেন বিপুল কুমার পাল RMO– এর নেতৃত্বে এবং ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে বেসামরিক ব্যক্তিবর্গদের নিয়ে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউপি ৮ নং ওয়ার্ড়ের ভুবন জয় মেম্বার। এবং উক্ত এলাকার হেডম্যান কার্বারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ২৫০-২৮০ জন জনবল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।