অদ্য মঙ্গলবার সকাল ১০টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিঞা (পিএসসি) দিকনির্দেশনায় লংগদু জোনের অন্তর্গত ইয়ারাংছড়ি ক্যাম্পের আওতাধীন সেনা মৈত্রী স্কুলে স্থানীয় ১৮০ জন চিকিৎসা বঞ্চিত দুস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালী জনগোষ্ঠীর মাঝে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন লংগদু জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহম্মেদ সজল।
এ সময় চিকিৎসা সেবার পাশাপাশি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এসময় লংগদু জোন কমান্ডার বলেন, বিভিন্ন সময় লংগদু জোন কর্তৃক বিনামূল্যে সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে এবং পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে লংগদু জোনের এ ধরণের কাজ চলমান থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*