
অদ্য, রবিবার (১৯ শে মার্চ) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
এ সময় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের জোন কমান্ডারের নির্দেশনায় বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর জন্য ১২টি বৈদ্যুতিক পাখা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই জোন সর্বদা আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন দায়িত্বপূর্ণ রাইখালী ইউনিয়নের দুর্গম ভাল্লুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডার ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*