

গত, সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে বগালেক ঢালু রাস্তায় এ র্মমান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, রুমার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সুংসংপাড়া ও থাইক্ষ্যং পাড়া থেকে ট্রাক গাড়িতে করে রুমা বাজারে আসছিল। বগালেক পাহাড়ে ঝুঁকিপূর্ণ ঢালুতে নামার সময় রুমার দিক থেকে মালবোঝাই পেছনে গাড়ির নিয়ন্ত্রণ হাড়িয়ে সামনে থাকা গাড়িকে সজোড়ে ধাক্কা দিলে দুটি গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে ঘটনাস্থলে পাঁচজন নারী ও একজন শ্রমিকসহ ঘটনাস্থলে ৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়।
পার্বত্য চট্টগ্রামে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে বুকে দারণ করে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এভাবেই সাধারণ পাহাড়িদের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিবে বাংলাদেশ সেনাবাহিনী।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*