সেনাবাহিনীর উদ্যোগে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে মানবিক সহায়তা প্রদান

0
48

পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। 

আজ, মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০০০ ঘটিকায় সিন্দুকছড়ি জোন এর উদ্যোগে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে শতাধিক অসহায় পাহাড়ি-বাঙালির মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এ সহায়তার মধ্যে ছিল, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ, মসজিদে ফ্যান, ঢেউটিন প্রদান ও গরীব শিক্ষার্থীদের মাঝে বই প্রদানসহ বিভিন্ন আত্ম-মানবিকতার উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়ছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

জোন কমান্ডার বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে দুর্গম পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল কার্যক্রমে সিন্দুকছড়ি জোন পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এছাড়াও সকলকে শিক্ষা স্বাস্থ্য মানবিক কাজের আগ্রহী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে জোনের এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here