
পার্বত্য চট্টগ্রামে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মুলমন্ত্রকে সামনে রেখে বলিপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে বলিপাড়া ৩৮বিজিবি।
আজ শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বলিপাড়া বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বিজিবি’র পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় বলিপাড়া ৩৮বিজিবি এর অধিনায়ক খন্দকার মোহাম্মদ শরীফ উল আলম, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৫ পরিবারকে রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর বান্দরবানের সহায়তায় বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮বিজিবি এর তত্ত্ববধায়নে নগদ ৫ হাজার টাকা, রেডক্রিসেন্ট সোসাইটি এর পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা ও ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
এসময় বলিপাড়া ৩৮বিজিবি এর অধিনায়ক বলেন, বলিপাড়া বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যে কোন প্রয়োজনে বিজিবি সবসময় তাদের পাশে থাকবে।