পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাই বিজিবির ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান

0
45

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবির অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আজ, বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ওয়াগ্গাছড়া জোন এর পক্ষ থেকে জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ টাকা প্রদান করেন। এছাড়া ৪নং কাপ্তাই ইউনিয়ন আফছারের টিলা তালিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং কাপ্তাই সুইডিশ এলাকার দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যদের হাতে ৪১ বিজিবি পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। তাই পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনদের আমরা সহায়তা প্রদান করছি। ৪১ বিজিবি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরোও বলেন, একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসলে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই এলাকায়।

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here