খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান

0
50

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে প্রতি বছরের মতো বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মং সার্কেল চিফ মংপ্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এই শিক্ষা বৃত্তি প্রদান করেন শিক্ষার্থীদের মাঝে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেল প্রধানের মধ্যে একমাত্র খাগড়াছড়ি মং সার্কেলে চিফ মং প্রু সেইন-ই সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছিলেন দাঁড়িয়েছিলেন মুক্তিযোদ্ধা এবং শরণার্থীদের কাতারে। খাগড়াছড়ি রিজিয়ন “মং সার্কেল চিফ মং প্রু সেইন” এর বিরল অবদানকে স্বীকৃতি জানাতে ২০১৮ সালে উদ্যোগ নেয়। এরপর থেকে প্রতি বছর খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here