পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ের অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়ছে।
অদ্য বুধবার সকাল ১১ ঘটিকায় মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংখিমুড়া পাড়া এলাকার ৫০ জন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন, মহালছড়ি সেনা জোনের মেডিকেল অফিসার।

স্থানীয়রা সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশী। তারা জানান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করার পাশাপাশি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের চিকিৎসা সেবা প্রদান একটি মহৎ উদ্যোগ। পরিশেষে তারা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় মহালছড়ি জোনের মেডিকেল অফিসার বলেন, আজকের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চর্ম, হাপানী, হৃদ রোগ, ডায়াবেটিস পরিক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।