১০ আর ই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

0
37

রাঙামাটি রিজিয়নের কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গম পাহাড়ে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে।

অদ্য রবিবার (২১ মে) সকাল থেকে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে সর্বমোট ৬০ জন স্থানীয় ব্যক্তিবর্গকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন ১০ আর ই ব্যাটালিয়নের এই মহৎ উদ্যোগ যেন ভবিষ্যতে অব্যাহত থাকে।

এ সময় ১০ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বলেন, কাপ্তাই জনসাধারণের জীবনমান উন্নয়ন স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিকতার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানামুখী জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here