রাঙামাটি জেলাধীন কাপ্তাই সেনা জোন কর্তৃক এতিম অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে।
রবিবার (৪ জুন) সেনা জোন কর্তৃক কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা তালীমুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে এই ত্রাণ সহায়তা বিতরণ করেন।
কাপ্তাই জোনের জোন কমান্ডার এর উপস্থিতিতে উল্লেখিত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে ত্রান সহায়তা সামগ্রী হিসাবে চাল, তেল, চিনি ও ডাল বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক এবং এতিম অসহায় ছাত্ররা উপস্থিত ছিলেন।
ত্রাণসামগ্রী বিতরণ শেষে জোন কমান্ডার বলেন, পাহাড়ে সন্ত্রাস দমনের পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*