সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় কাপ্তাই জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন ব্রিকফিল্ড এলাকায় গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় ২০০ জন গরিব ও অসহায় ব্যক্তিবর্গ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন কাপ্তাই সেনা জোনের মেডিক্যাল অফিসার।
কাপ্তাই জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ ও শান্তিকালীন সময় কাপ্তাই জোন মানুষের পাশে থেকে সবসময় মানবিক সেবা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*