
বান্দরবানের আলীকদমে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের
মাঝে মানবিক সহায়তা সামগ্রী, নগদ অর্থ ও ছাগল বিতরণ করেছে ৫৭ বিজিবি।
আজ, মঙ্গলবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টায়
৫৭ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এইসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এসব সহায়তা
সামগ্রী পাওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় সাধারন জনগন, এসময় তারা
উচ্ছাস প্রকাশ করে বলেন, পার্বত্য অঞ্চলে জনপ্রতিনিধিরা আমাদের খবর না নিলেও নিরাপত্তা
বাহিনীর সদস্যরা বিপদে আপদে আমাদের পাশে দাঁড়ায়। আমরা বিজিবির সুনাম বলে শেষ করতে
পারবো না। তারা আরও জানান, বিজিবির দেওয়া সহায়তা সামগ্রী, নগদ অর্থ ও ছাগল পাওয়ায়
আমরা আর্থিকভাবে পরিবারের সচ্ছলতা ফিরে পাবো।

উক্ত অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ৫৭ বিজিবির উপ-অধিনায়কসহ অন্যান্য অফিসার
ও বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় অসহায় ও দুঃস্থ ২৯টি প্রতিবন্ধী
পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে ১৩টি পরিবারকে ১৩টি ছাগল, ১৪টি পরিবারকে
নগদ অর্থ বাবদ ৮৫ হাজার টাকা এবং ২জন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ার দেয়া হয়েছে।
সর্বমোট ২৯টি পরিবারকে বিশেষ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক জানান,সীমান্ত
নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবির মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
অতীতের ধারাবাহিকতায় যে কোনো প্রয়োজনে ৫৭ (বিজিবি) ব্যাটালিয়ন অসহায় ও দুঃস্থ ব্যক্তিবর্গের
পাশে থাকবে।
এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ
হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে
বিজিবি’কে সহযোগিতা করার অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*