
সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত মহালছড়ি জোন কর্তৃক স্থানীয় দুস্থ ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ, মঙ্গলবার (১৮ জুলাই) মহালছড়ি জোন সদরে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। মহালছড়ি জোনের জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে জোন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলকে শান্তির নীড়ে পরিণত করতে সকলে মিলেমিশে বসবাসরত হবে। আপনাদের যে কোন সমস্যায় সর্বদা পাশে পাবেন মহালছড়ি জোনকে। তিনি আরও বলেন, এই অঞ্চলের গরিব, অসহায় ও দুঃস্থদের সেবা প্রদানের লক্ষে আমাদের এ ধরনের সেবা মূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এমন আর্থিক সহায়তা পেয়ে অসহায় ও দুঃস্থরা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*