পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন
মহালছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই
ধারাবাহিকতায় অদ্য বুধবার (২ আগস্ট) মহালছড়ি জোনের অন্তর্গত দূর্গম পাহাড়ি এলাকায় ৫৭
জন স্থানীয় অসহায় দুঃস্থ ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয়
দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা
হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত
আনন্দিত। এসময় চিকিৎসা নিতে আসা স্থানীয় লোকজন উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি জোনের
প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় মহালছড়ি জোন কমান্ডার
বলেন, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মহালছড়ি জোন সাধারণ মানুষের পাশে
থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে
এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে ।
বলেন, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মহালছড়ি জোন সাধারণ মানুষের পাশে
থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে
এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে ।