
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অদ্য শনিবার (১২ আগস্ট) সকালে দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা জোনের ক্যাপ্টেন হাসনাইন আলভী।
দিঘীনালা সেনা জোনের আওতাধীন বিভিন্ন এলাকার পানিবন্দি অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পানিবন্দি অসহায়রা সেনাবাহিনীর ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জানান, শান্তিপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*