
পার্বত্য
চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বান্দরবান সেনা রিজিয়নের
উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় জ্বর, সর্দিকাশি, পানিবাহিত
রোগ, চর্মরোগসহ নানা ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই এমন দুর্যোগে
বন্যার্থ ও সাধারণ জনসাধারণে পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী।
গত
৮ই আগস্ট থেকে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড এর নিদের্শনায় ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স
এর আয়োজনে সেনা জোনের গেইট প্রাঙ্গনে গরীব দুস্থ ও বন্যার্থদের বিনামুল্যে এই চিকিৎসা
সেবা কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণ প্রতিদিন
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসা সেবা পাচ্ছে।
সেনাবাহিনীর
কর্মকর্তারা জানান, জেলা শহর ও আশেপাশের এলাকায় এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষকে
বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং চিকিৎসা সেবার পাশাপাশি বন্যার্থদের বিশুদ্ধ
পানি এবং খাবার সরবরাহ অব্যাহত রেখেছে সেনা সদস্যরা।
এসময়
৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক জানান, বান্দরবানে বন্যা শুরুর পরপরই গত ৮ই আগস্ট
থেকে বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেড এর নিদের্শনায় ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে
বন্যা দুর্গতদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সমাগ্রী প্রদান, খাবার বিতরণ ও চিকিৎসা সেবা
এবং ঔষধ বিতরণ শুরু হয়। তিনি আরো জানান, শুরুতে সর্দি কাশি, জ্বর, বিভিন্ন ক্ষত, সাপে
কাটা রোগীর আদিক্য ছিল আর বর্তমানে বন্যা পরবর্তীতে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত
রোগীর পাশাপাশি চরমরোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে আর সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা
রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অব্যাহত রেখেছে।
৭ ফিল্ড এ্যাম্বুলেন্স,
এর অধিনায়ক আরো বলেন, স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ
করা হচ্ছে এবং যাদের বাসায় এখনো বিদ্যুৎ সংযোগ চালু হয়নি তাদের মোবাইল চার্জ করার
জন্য পর্যাপ্ত পরিমানে চার্জার পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জোন
সদরে সেনাবাহিনীর চিকিৎসকরা বন্যার্থদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*