
পার্বত্য জেলায় বন্যা দূর্গতদের মাঝে উদ্ধার কার্যক্রম, ত্রানসামগ্রী বিতরণ, সুপেয় পানির, ব্যবস্থা চিকিৎসা সেবা ও রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স ৬৯ পদাতিক ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী।
১৮ ই আগস্ট সকালে বান্দরবান জেলা সদরস্থ স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের সিও , ৭ ফিল্ড এম্বুলেন্স।উপস্থিত ছিলেন জিএসও-২, জিএসও-৩, বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
তিনি সাংবাদিকদের জানান চলতি মাসে ৮ই আগস্ট হতে বন্যাদুর্গত জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে । গত ১৬ আগস্ট পর্যন্ত সর্বমোট ২৪২২ জন বন্যার্থদের স্বাস্থ্যসেবার সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
শুরুতে সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন ক্ষত/ইনজুরি ও সাপে কাটা রোগীর আদিক্য ছিল। বর্তমানে বন্যা পরবর্তী রোগ যেমন, ডায়রিয়া, ডিসেন্ট্রি সহ বিভিন্ন পানিবাহিত রোগীর পাশাপাশি চর্মরোগ প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে।
স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের জন্যেও শুকনো ও রান্না করা খাবার বিতরণের পাশাপাশি দুরদুরান্ত থেকে আসা বন্যার্থদের জন্য মোবাইল চার্জার পয়েন্টও রাখা হয়েছে, যাতে করে বিদ্যুতের অভাবে মোবাইল চার্জ করতে না পারা লোকজন উপকৃত হতে পারে।
৬৯ পদাতিক ব্রিগেড এর নির্দেশনায় ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ সেবা চলমান থাকবে এবং ব্যপক ভাবে এই সেবা পৌছে দিতে জেলা সদরের বিভিন্ন পয়েন্টে সেবা কেন্দ্র খোলার ব্যবস্থা করা হয়েছে ।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*