সাজেকে ঘুরতে যাওয়া পাহাড়ি ছাত্রীকে অপহরণ করেছে আঞ্চলিক সন্ত্রাসীরা

0
42

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার  সাজেক পর্যটনে বেড়াতে যাওয়ার পথে এক পর্যটক-ছাত্রীকে অপহরণ করেছে  আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী একটি সন্ত্রাসী সংগঠন।


অদ্য বুধবার ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে আনুমানিক দুপুর সাড়ে ১২ ঘটিকায় অপহরণ ঘটনা ঘটে। দীঘিনালা-সাজেক রোডের শিজকছড়া নামক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, পাহাড়ি  শিক্ষার্থী দ্বীপিতা চাকমা(২৫), পিতা: শীতেন্দ্র বিকাশ চাকমা, খাগড়াছড়ি সদর, তার বাঙ্গালী সহপাঠীদের (বন্ধুদের)  নিয়ে বেড়াতে আসার সময় সন্ত্রাসী সংগঠন কর্তৃক অপহরণের শিকার হয়।

বর্নিত পাহাড়ি  ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের এবং লোকপ্রশাসন বিভাগের  মাস্টার্সে অধ্যয়নরত।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি মেয়েরা বাঙ্গালী যুবকদের সঙ্গে কথা, চলাফেরায়, কিংবা প্রেম-বিবাহ করলে তাকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন কর্তৃক অপহরণ পূর্বক গণধর্ষণ সহ হত্যা করা হয়। আঞ্চলিক সন্ত্রাসীরা এই চরম অন্যায় দীর্ঘদিন ধরে করে আসলেও মানবাধিকার সংগঠন এবং নারীবাদীরা রহস্যজনকভাবে নিশ্চুপ।

*পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*

https://t.me/savecht

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here