
রাঙ্গামাটি বরকল উপজেলায় ৪৫ বিজিবি কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকার স্থানীয় দুস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি বরকল উপজেলায় ৪৫ বিজিবি কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকার স্থানীয় দুস্থ পরিবারকে চিকিৎসার জন্য আনুমানিক ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় বরকল জোনের অধিনায়ক বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই ধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা বরকল জোন কাজ করে আসছে। এটি একটি মহৎ উদ্যোগ, যা স্থানীয় জনগণের মধ্যে আস্থা বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে বরকল জোন কর্তৃক আরও এ ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।