
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের দুর্গম এলাকায় মানবতার সেবায় গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ত্রাণ বিতরণ করেছে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।
অদ্য (২২ সেপ্টেম্বর) সকালে ৪১ বিজিবির উদ্যোগে কাপ্তাইয়ের দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং ত্রাণ সহায়তা প্রদান করেন। উক্ত চিকিৎসা সেবা চলাকালীন সময়ে ৫০ জন উপজাতিকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন এবং বন্যা দুর্গত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। উক্ত চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় জনগণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় জোন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি ওয়াগ্গাছড়া জোন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এমন মানবসেবামূলক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*