পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন নিয়মিতভাবে দূর্গম এলাকায় মানবতার সেবায় গরীব ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে জনকল্যানমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
আজ, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার।
এসময় স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার অসহায় এবং গরীব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই চিকিৎসা সেবার আয়োজন করা হবে। এছাড়াও পার্বত্যঞ্চলে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি ও দুর্যোগকালীন সময়ে রাঙ্গামাটি রিজিয়ন যেকোন সহযোগীতায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*