
রাঙ্গামাটি রিজিয়নের অন্তর্গত বিলাইছড়ি জোন কর্তৃক বিলাইছড়ি
উপজেলা ফুটবল দলের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা ফুটবল দলের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
অদ্য, বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিলাইছড়ি জোন
কর্তৃক বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে জার্সি প্রদান করা হয়।
এ সময় বিলাইছড়ি জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী
জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি এবং পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের
দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন
শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও বিলাইছড়ি জোনের এই ধরনের সহায়তা অব্যাহত
থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*