রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটাছড়া
এলাকা হতে অবৈধভাবে কাঠ পাচারের সময় বিপুল পরিমাণ সেগুন ও গামারি গাছের গোলকাঠ জব্দ
করেছে রাজনগর ৩৭ বিজিবি জোনের সদস্যরা।
গত বৃহস্পতিবার, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন
অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের সহ অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল
উপজেলার ভাসান্যদম ইউনিয়নের শিলকাটাছড়া এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে। এসময়
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায়
৫ শত ঘনফুট সেগুন ও গামারি গোলকাঠ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ
টাকা।
এ বিষয়ে জোন অধিনায়ক বলেন, পাচারকারীরা সরকারি রাজস্ব
ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সেগুন, গামারি ও গোলকাঠ পাচার করছিল। চেরাচালানসহ বেআইনি কাজের
সাথে আমাদের কোন আপোস নেই। যারা এসব অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিজিবি’র
অভিযান অব্যাহত থাকবে।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*