দেশের বিধিবিধান মানছেনা সুশীল নামধারী দেশবিরোধী একদল কুচক্রী মহল

0
47

উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলগুলো কীসের জন্য রাজনীতি করে?

দেশের জন্য? জাতির জন? নাকী দেশের অখণ্ডতা নষ্ট করার জন্য? তা নিশ্চিত জাতির কাছে স্পষ্ট। তারা দেশবিরোধী বিশাল একটি চক্রান্তকারী দল। তাদের সাথে মিলে একদল সুশীল কুচক্রী মহল বিতর্কের জম্ম দিয়েছেন। 

দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কুচক্রী মহল উপজাতীয়দেরকে আদিবাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে ষড়যন্ত্র করছে। এর অন্যতম কারণ বাংলাদেশের অখণ্ডতা দ্বিখণ্ডিত করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করা।

তাহলে আমরা কী ধরে নিবো যে সুশীলরা সেই ষড়যন্ত্রে পা দিয়েছে??

বাংলাদেশের সংবিধানে আদিবাসী বলে কোন জাতি নেই, সুশীলদের এই সাধারণ কমনসেন্সটুকু কী নেই? তারা নিজেদের আবার বুদ্ধিজীবি দাবী করে!!!

কিছু সুশীল দেশ ও জাতির ক্ষতিতে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here