২৩ নভেম্বর ২০২৫ তারিখ রুমা উপজেলার আওতাধীন হাপি হিল পাড়া এবং মুলফি পাড়ায় শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করে রুমা সেনা জোন। হ্যাপি হিলপাড়া এবং মসজিদ পাড়ার প্রায় ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ৷
এছাড়াও মুলফি পাড়ায় নারী এবং শিশু সহ প্রায় ২৭৫ জন বম ও মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গ’কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়৷
জোন কমান্ডার, রুমা জোনের পক্ষে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক এবং অন্যান্য অফিসারবৃন্দ। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীকে আশ্বাস প্রদান করেন রুমা সেনা জোন।
পার্বত্য চট্টগ্রামের সকল খবর সবার আগে জানতে নিচের লিংকে ক্লিক করুন*