বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

0
65

রোয়াংছড়িতে দীর্ঘ আটমাস পর কেএনএফের ভয়ে গ্রামে
ফিরে আসা ১১০পরিবারদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

অদ্য, রবিবার (২৬ নভেম্বর) সকালে রোয়াংছড়ি
উপজেলার সদর ইউনিয়নের দুর্গম এলাকার পাইক্ষ্যং পাড়াতে এসব সামগ্রী তুলে দেয়া হয় সাধারণ
বম সম্প্রদায়ের মাঝে।

এসময় পাইক্ষ্যং পাড়া, ক্যপলাং পাড়া, দুর্নিবার,
খামতাং পাড়াসহ ৪টি গ্রামে ১১০ পরিবার মাঝে, চাউল,শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খেলাধুলা
সামগ্রী সহ নগদ অর্থ দুইলক্ষ টাকা প্রদান করা হয়।

এ মানবিক সহায়তা প্রদানকালে বান্দরবান রিজিয়ন
কমান্ডার বলেন, যারা পাড়া থেকে পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে তাদের পাশে সেনাবাহিনী
সর্বদা থাকবে। তাছাড়া শিক্ষা, চিকিৎসাসহ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সেনাবাহিনী
ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তাদের পাশে থেকে এ ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তাই আগামীতেও
সর্বাত্মক পাশে থাকার আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের
চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান সদর জোন কমান্ডার, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা,
বম সোস্যাল কমিটি সভাপতি লালজার লম বম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং, সদর ইউপি
চেয়ারম্যান মেহ্লা অং মারমা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ পাড়াবাসীরা উপস্থিত
ছিলেন। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে পাহাড়ে কেএনএফ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার পর
স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে সরকারের সাথে প্রাথমিক পর্যায়ে সমঝোতা বৈঠক হয়েছে।
এর পর থেকেই দুর্গম এই এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে ঘর ছাড়া বম সম্প্রদায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here