
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে গুইমারা রিজিয়নের
অন্তর্গত লক্ষীছড়ি জোনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা
সামগ্রী বিতরণ এবং মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ, শনিবার (২৩ ডিসেম্বর) সকালে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র
পরিবারের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক
অনুদান ও বই বিতরণ করেন লক্ষীছড়ি জোন কমান্ডার।

লক্ষীছড়ি
জোন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ
করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও
অব্যাহত থাকবে।
আর্থিক অনুদান পেয়ে অসহায় ও দুস্থরা লক্ষীছড়ি সেনা জোনের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।