
আজ
২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ রবিবার সকাল ১১৩০ ঘটিকায় রুমা উপজেলার বেথেল পাড়া, হ্যাপিহিল
পাড়া, মোয়ালপি পাড়া ও হরমোন পাড়ার ৪ টি গীর্জায় বড়দিনের উপহার হিসেবে বান্দরবান রিজিয়নের
পক্ষে রুমা জোন কতৃক ১ সেট করে সাউন্ড সিষ্টেম, কী বোর্ড ও আনুসাঙ্গিক সরঞ্জামাদি বিতরণ
করা হয়েছে।

সাউন্ড
সিষ্টেম বিতরণের সময় রুমা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন,
পিএসসি এবং উল্লিখিত এলাকার ধর্মীয় প্রধান এবং বড়দিন উদযাপনের জন্য আগত সাধারণ জনগণ
উপস্থিত ছিলেন।
.jpeg)
শান্তি ও সম্প্রীতি বজায়
রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীকে
আশ্বাস প্রদান করা হয়।