
লংগদু সেনা জোন এর উদ্যোগে দুস্থ ও অসহায়
মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি
রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের আওতাধীন ১৬৮ জন উপজাতির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের মেডিকেল
অফিসার ও অন্যান্য পদবীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লংগদু জোনের আওতাধীন দুর্গম এলাকার অসহায়
ও দরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ
পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি
পার্বত্য এলাকায় বসবাসরত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা
প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানা যায়।