
পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারবর্গের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় কাপ্তাই জোনের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারন শীতে অনেক কষ্ট পায় তাই সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী সবসময় দেশের ও মানুষের কল্যানে কাজ করে থাকে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ‘বয়স্ক মানুষেরা তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী সবসময় পাশে থাকবে।
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানা যায়।