খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অদ্য, (২৫ জানুয়ারি) লক্ষীছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় পাহাড়ী এবং বাঙ্গালী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষীছড়ি জোন কমান্ডার।

শীতবস্ত্র বিতরণ শেষে লক্ষীছড়ি জোন কমান্ডার বলেন,এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে লক্ষীছড়ি জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।