বিলাইছড়ি জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

0
37

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারবর্গের মাঝে চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিলাইছড়ি জোন কর্তৃক উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার মহতী উদ্দেশ্যে বিলাইছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ পরিচালনার মাধ্যমে পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here