রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ৫০টি দুস্থ পরিবার পেয়েছে ত্রাণ সহায়তা

0
34

আজ, সোমবার (১৮ মার্চ) রাঙ্গামাটি রিজিয়নের অর্ন্তগত ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, দুস্থ, এবং শারীরিকভাবে অচল ব্যক্তিদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক ১০ আরই ব্যাটালিয়ন। সেনাবাহিনীর থেকে ত্রাণ সহায়তা পেয়ে উপকৃত স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানায়।

এ বিষয়ে অধিনায়ক ১০ আরই ব্যাটালিয়ন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমনে যেমন কঠোর ঠিক তেমনি পাহাড়ে দুস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা এবং যে কোন বিপদে-আপদে পাশে দাড়াতে সর্বদা প্রস্তুত। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে অত্র ইউনিটের সকল সেনা সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১০ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরণের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here