.jpg)
পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডারের নেতৃত্বে খাগড়াছড়ি জোন এর নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় ৪০০ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
.jpg)
খাগড়াছড়ি জোনের এই ইফতার সামগ্রী পেয়ে দুস্থ ও অসহায় পরিবারগুলো খুশি হয়ে খাগড়াছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার আর্থসামাজিক ও মানবিক মানোন্নয়নে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।