মহালছড়ি জোন কর্তৃক অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
47

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন কর্তৃক দুর্গম এলাকার একজন অসহায় উপজাতি ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ, বৃহস্পতিবার (২১ মার্চ) মহালছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকার তরুণ কান্তি চাকমা নামে একজন অসহায় ব্যক্তির দোকান সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। নতুন দোকান পেয়ে তরুণ কান্তি চাকমা ও তার পরিবারের মানুষজন খুশি হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

এ বিষয়ে মহালছড়ি সেনা জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদানের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহালছড়ি জোন বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here