কাপ্তাই জোন কর্তৃক দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

0
31

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি কাপ্তাই জোন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাকিকতায় আজ, রবিবার (২৪ মার্চ) কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার একটি অসহায় ও দুস্থ পরিবারের মেয়ের বিবাহ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার কাপ্তাই সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   

এ বিষয়ে জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা প্রদান ও সন্ত্রাস দমনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাপ্তাই জোন নিরলসভাবে কাজ করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র মানুষের কল্যাণে কাপ্তাই সেনা জোনের এ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here