খাগড়াছড়ির পানছড়িতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

0
41

সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা জোনের পানছড়ি সাব-জোন।

সোমবার (২৫ মার্চ) সকাল ১১ঘটিকায় পানছড়ি সাব-জোন এলাকার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় পানছড়ি সাব-জোন কমান্ডার উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন। 

এসময় তিনি বলেন, রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। মূলত ঈদের আনন্দকে বহুগুনে বৃদ্ধি করার জন্যই আমাদের এই আয়োজন। তিনি সকল পরিবারকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ঈদ উপহার হাতে পেয়ে উপস্থিত সকলের মুখে দেখা গেছে আনন্দের হাসি। উপহার সামগ্রী প্রদানের জন্য সকলে সাব জোনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, রোজার প্রথম দিন থেকেই কয়েকজন অসহায় রোজাদারকে সাব-জোনের উদ্যোগে প্রতিদিন ইফতার করানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here