পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম উৎসব মহা সাংগ্রাই উপলক্ষে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে সাংগ্রাই উৎসব উৎযাপন কমিটির মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ, ১৫ এপ্রিল (সোমবার) কাপ্তাই জোন কর্তৃক মহা সাংগ্রাই উপলক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
পাহাড়ি সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হিসেবে বিবেচিত হয় মহাসাংগ্রাই। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই মহোৎসবটি অনুষ্ঠিত হয়। প্রতিবছরই এই অনুষ্ঠানের অংশীদারী হিসেবে কাপ্তাই সেনা জোন বিভিন্নভাবে অবদান রেখে চলেছে।
আর্থিক সহায়তা প্রদানকালে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার বলেন, আমরা সকল ধর্ম ও ধর্মীয় উৎসবকে সম্মান প্রদর্শন করি। উৎসব যথাযথভাবে পালনের পাশাপাশি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে সুস্পষ্ট নজর রাখা এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।