রাঙামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় হাজারমানিক উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত স্থাপনার জন্য ঢেউটিন প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি।
এসময় বিদ্যালয় পরিচালোনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত স্কুলের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।