পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের
লক্ষ্যে আজ, রবিবার (২২ মে) রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি সেনা জোনের নিজস্ব দায়িত্বপূর্ণ
এলাকায় গরীব ও অসহায় ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিলাইছড়ি জোন কর্তৃক নিজস্ব দায়িত্বপূর্ণ
এলাকায় ০২ জন বাঙালি অসহায় ও দুস্থ ব্যক্তিবর্গের মাঝে চিকিৎসার জন্য নগদ ২০,০০০ টাকা
আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন
উত্তরণের দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের
লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগিতা প্রদান করা হয়। এই অঞ্চলের
শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ আর্থ সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে বিলাইছড়ি সেনা জোন সর্বদাই
পাহাড়িদের পাশে ছিল, আছে এবং থাকবে। এছাড়াও, দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে
সাবলম্বী করতে বিলাইছড়ি সেনা জোন সর্বদা বদ্ধ পরিকর।