১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান

0
55

সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়ন উদ্যোগে বালুখালী বটতল প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান করা হয়েছে।

আজ, শুক্রবার (৭ জুন) সকাল ১০ ঘটিকায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়কের সার্বাধিক সহযোগিতায় গবাগনা আর্মি ক্যাম্প কমান্ডার বালুখালী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎতায়নের জন্য ২টি সোলার ব্যাটারি স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের নিকট প্রদান করেন।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here