
মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে জনকল্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ, সোমবার (২৪ জুন) লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা, মসজিদের জন্য মাইক, বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লক্ষীছড়ি উপজেলায় বসবাসরত দুস্থ ও হতদরিদ্র জনসাধারণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।