
রাঙ্গামাটিতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ১০ আর ই ব্যাটালিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ, মঙ্গলবার (২৫ জুন) ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দুস্থ পরিবারবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ আগত মহিলা এবং শিশুসহ প্রায় ৭০ জন ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা ১০ আর ই ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
চিকিৎসাসেবা প্রদান শেষে মেডিকেল অফিসার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন