নানিয়ারচর জোনের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

0
49

পাহাড়ি জেলা রাঙামাটিতে সাম্প্রতিককালে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন এবং গৃহপালিত পশু (ছাগল) বিতরণ করেছে নানিয়ারচর জোন।  

আজ, শনিবার (২৯ জুন) নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসত ঘর নির্মাণের জন্য টিন, নির্মানে সাহায্য এবং অসহায় ও দুস্থ দুইটি পরিবারবর্গের মাঝে গৃহপালিত পশু (ছাগল) বিতরণ করা হয়েছে।   

নানিয়ারচর জোন কর্তৃক উপজেলার ইসলামপুর এলাকার অসহায় রাজিয়া বেগমের রেমালে ক্ষতিগ্রস্ত বসত ঘর পুণঃনির্মাণ করে দেওয়া হয় এবং সেই সাথে কুতুকছড়ি এলাকার রফিক উদ্দিন ও সুজন চাকমাকে পারিবারিকভাবে স্বাবলম্বী করতে মানবিক সহায়তার অংশ হিসেবে ছাগল প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা পেয়ে ভুক্তভোগীরা খুশি হয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

এসময় জোন কমান্ডার বলেন, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here