
সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অসহায় ও দুস্থ তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়ি জোন।
আজ, সোমবার (১ জুলাই) সকাল নয়টা থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় সর্বোমোট প্রায় তিন শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন।
উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ০৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন অফিসার, খাগড়াছড়ি জোনের আরএমও এবং পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদর্ষী চাকমা। চিকিৎসা প্রদানের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার।
উপকারভোগী বয়োবৃদ্ধ ছিজিবি চাকমা, ভাগ্যমনি চাকমা, সিনুতি চাকমাসহ অনেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।