মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

0
49

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে পার্বত্য অঞ্চলে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে জোনের আওতায় সকল ক্যাম্পের প্রত্যন্ত অঞ্চলের অসহায় পাহাড়ি বাঙালিদের মাঝে ৩৫০পিস মশারি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

আজ বুধবার সকাল ১০টার দিকে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা মশারি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মানবিক কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক 

চিকিৎসাসেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন।

কর্মসূচিতে মোট ৪১৮ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২৭৯ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৬৯৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচি শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন, মাদকমুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here